নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক ৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বুধবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় একদল পুলিশ অভিযান চালিয়ে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মৃত হাবিজ উল্লাহর পুত্র ছুরুক মিয়া, ছুরুক মিয়ার পুত্র রুহেল মিয়া, মৃত হাসিম উল্লহর পুত্র মুজিব মিয়া, মৃত মানুক মিয়ার পুত্র মোহাম্মদ আলী, মৃত তমিজ উল্লাহর পুত্র আশিক মিয়া ও মৃত মাসুক মিয়ার পুত্র মাহফুজ মিয়া।
গ্রেফতারকৃত সকলের বাড়ি দেওপাড়া গ্রামে।গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।