আকিকুর রহমান রুমনঃ-
হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা নামক স্হান থেকে চালককে অচেতন করে একটি মিশুক গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সংবাদ পেয়ে পুলিশ অচেতন অবস্থায় কিশোর চালক রবিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তী করেন।
পুলিশ ও চালকের পরিবার সূত্রে জানাযায়,বানিয়াচং উপজেলা সদরের পূর্ব তোপখানা মহল্লার চনু মিয়ার কিশোর পুত্র রবিন মিয়া(১৬)।
রবিন গতকাল ২০এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে হবিগঞ্জ থেকে বানিয়াচং আসছিলো।
পথিমধ্যে উল্লেখিত স্হানে আসা মাত্র একদল যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক রবিনকে অচেতন করে রাস্তার ব্রীজের পাশে ফেলে মিশুক গাড়িটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনাটি জানাজানি হয়ে ড্রাইভারদের মধ্যে আতংক বিরাজ করার খবর পাওয়া যায়।
এদিকে থানা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যায় রবিনের স্বজনরা।
তারা জানান বানিয়াচং থানার এসআই অমিতাব পরাগ তাদের ছেলে রবিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তী করে তাদেরকে সংবাদটি দেন।
সর্বশেষ রাত সাড়ে ১১টা পর্যন্ত চালক রবিনের জ্ঞান ফিরেনি বলেও পরিবারের লোকজন জানান।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে,তিনি জানান সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে চালককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করিয়েছি।
এবং বিষয়টি তদন্ত করে গাড়িটি উদ্ধারসহ ওদেরকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।