মীর দুলাল,হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র্যাব ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র্যাব -৯ সিপিসি১ হবিগঞ্জ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলঃ আব্দুল আজিজ (২৬)।
আজিজ বাহুবল থানার ইজ্জতপুর এলাকার মৃত ওয়াছ উল্লাহর ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯সিপিসি১ শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার চুনারুঘাট থানার ৫ নম্বর শানখলা ইউনিয়নের শানখলা গ্রামে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
র্যাব-৯সিপিসি১ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এ ঘটনায় চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।