বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে মংগল শোভাযাত্রা , আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৪ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণ থেকে মংগল শোভাযাত্রা বের করা হয়।
মংগল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বাংলা নববর্ষ বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বহন করে।
কিন্তু কালের বিবর্তনে কোথাও যেনো হারিয়ে যাচ্ছে বাঙালি র শতবছরের ঐতিহ্য। বাঙালির এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে সবাইকে সম্মিলিতভাবে এক হয়ে সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য কাজ করতে হবে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মোশাহেদ মিয়া, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ,সাংবাদিক নূরুল ইসলাম, শাহ সুমন, এনটিভির বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসাইন আলহাদী, আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান, আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি শেখ সজীব হাসান প্রমুখ।।