চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে শতাধিক মামলার আসামী পুর্বাঞ্চলের ত্রাস নুহু বাহিনীর প্রধান নুহু মিয়া ও তার লোকজন এক নিরীহ কৃষকের ভিটে দোকান দখল করতে চেষ্টা করছে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার রাণীগাও গ্রামের মৃত হাজী মামদ হোসেনের ছেলে মোঃ আঃ সালাম মকসুদ মিয়ার খরিদা রাণীগাও বাজারে ১শতক ভুমির উপর একটি দোকান ভিটে দখল করতে অপতৎপরতা চালাচ্ছে উপজেলার পারকুল গ্রামের মোঃ সুন্দর আলীর ছেলে নুহু মিয়া, চৌধুরীগাও গ্রামের ওয়ারেন্টি পলাতক আসামী আঃ মতিন ও তার স্ত্রী মাদক মামলার আসামী মোছাঃ রোকসানা।
গত কয়েকদিন ধরে নুহু বাহিনীর প্রধান নুহু মিয়া ও তার লোকজন ঐ নিরীহ কৃষককে ভিটে দোকান ছেড়ে দিতে অব্যাহত ভাবে প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করছে। নুহু বাহিনীর হুমকি ধামকিতে নিরীহ কৃষক মোঃ আঃ সালাম মকসুদ মিয়া ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে ঐ নিরীহ পরিবারটি প্রাণভয়ে বিভিন্নস্থানে পালিয়ে বেড়াচ্ছেন।
উল্লেখ্য যে, নুহু বাহিনীর প্রধান নুহু মিয়া চুনারুঘাট পুর্বাঞ্চলে একটি বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে বনাঞ্চলের গাছ পাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, ভুমি দখলসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। এলাকার কোন লোক তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই নেমে আসে প্রতিবাদকারীর উপর অমানুষিক নির্যাতন। এলাকার ভুক্তভোগী জনসাধারন নুহুকে গ্রেফতারের দাবি জানান।