মীর দুলাল, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল সিমান্ত থেকে ৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কে আটক করেছে বিজিবি।
বুধবার (১৩ এপ্রিল ২২) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার শাহ আলমের নেতৃত্বে একদল জোয়ান সীমান্তবর্তী ১৭৯পিলারের কাছে অভিযান পরিচালনা করে ৯৮০পিস ইয়াবাসহ রাম প্রশাদ কে আটক করেন।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের মৃত্য ঠাকুরা প্রসাদ এর ছেলে রামপ্রসাদ উরপে কালিয়া (৩৫)।
এ ব্যাপারে ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউনবী চৌধুরী বলেন সীমান্তে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।যেকোন মূল্যে মাদক বন্ধ করতে আমরা বদ্ধপরিকর।