স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। বুধবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শঙ্খ শুভ্র রায়।
হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্ব্ েউদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক অরুনাংশ কুমার দাশ, জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের উপদেষ্টা সেলিম সিদ্দিকী, সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুজ্জামান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্ণামেন্টে ৪টি স্কুল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় রিচি উচ্চ বিদ্যালয় বনাম জে কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়। এতে রিচি উচ্চ বিদ্যালয় ১৩৪ রানে জে কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
টসে জয়লাভ করে রিচি উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে। জবাবে জে কে এন্ড এইচ কে হাই স্কুল ৩২.৪ ওভারে ১৩২ রান করে অল আউট হয়ে যায়।
টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অপর দুটি স্কুল হল হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও এডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়।