প্রেস বিজ্ঞপ্তি :
শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাটিভি প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজলের চাচা মরহুম মোহাম্মদ নূরু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি যুগান্তর প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ, আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুর রহিম সবুজ, সহ-সভাপতি মোঃ জমির আলী, যুগ্ম-সম্পাদক শেখ মাফুজুর রহমান, কোষাধ্যক্ষ মুহিন শিপন, রিপোর্টার্স ক্লাবের সদস্য মোঃ রুবেল মিয়া প্রমুখ।