দিলোয়ার হোসাইন,বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব অনুষ্টিত হয়েছে।
১২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় বানিয়াচংয়ের বোরো হাওর সুনারুতে ধান কাটা উৎসব নমুনা শষ্য কর্তন অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানিয়াচংয়ের আয়োজনে অনুষ্টিত সভায় সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে ধান কাটা উৎসব ও নমুনা শষ্য কর্তন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ অফিসার মোঃ আশেক পারভেজ,ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ ও জয়কুমার দাশ,হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী,সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী প্রমূখ।
বানিয়াচং উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,বানিয়াচংয়ে এখন পর্যন্ত বোরো ধানের মাঠ সুরক্ষিত আছে।
ইতিমধ্যে বাহিরের জেলার ধান কাটা শ্রমিকরা আসতে শুরু করেছেন যার মধ্যে ২ হাজার জন পৌছেছেন আরও ৬ হাজার জন শ্রমিক আসার কথা রয়েছে।
এছাড়া কম্বাইন হারভেষ্টার প্রস্তুত রয়েছে ৪০টি। রিপার মেশিন রয়েছে ২০টি। চলতি বোরো মৌসুমে বানিয়াচং উপজেলায় মোট আবাদকৃত জমিরা পরিমাণ ৩৩ হাজার ৭শ ৮৫ হেক্টর। এরমধ্যে গভীর হাওরে(নীচু জমি) আবাদকৃত জমির পরিমাণ ১৭ হাজার ৯শ৮০ হেক্টর।
ইতমধ্যে উপজেলার ১২শ হেক্টর বোরো ধান কর্তন করা হয়েছে। এরমধ্যে গভীর হাওরের বোরো জমি ১হাজার হেক্টর।
এই বৎসর সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ২শ ৬৬ মেঃ টন।
এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক পাকা ধান কর্তন করার জন্য কৃষকদেরকে তাগিদ দেওয়া হচ্ছে।
ধান কাটা উৎসব ও নমুনা শষ্য কর্তন অনুষ্টানের প্রধান অতিথি হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন,আমাদের হাওরের বাধগুলো স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক দেখভাল করছেন। আশা করছি এই বৎসর শ্রমিক সংকট ও হবেনা। এবং জেলার মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন করার জন্য বানিয়াচংয়ে যাতে করে আরও বেশি ধান কাটার মেশিন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় সে বিষয় ও আমরা দেখবো।
যে কোন প্রয়োজনে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে সব সময় থাকবো।
আর এই নির্দেশনা আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন।