স্টাফ রিপোর্টার ॥ দ্রুত বিচার মামলায় অভিযুক্ত হওয়ায় হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল মজনুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ২৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- হবিগঞ্জ দ্রুত বিচার আদালতে দাখিলকৃত জিআর ১৭/০২/১৪ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ওই চার্জশীট আদালতে গৃহিত হওয়ায় তার দ্বারা হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলের ক্ষমতা প্রয়োগ পৌরসভা তথা জনস্বার্থের পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচিন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে। ফলে সরকার তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল মজনুকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল মজনু সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে ভূমিকা রাখেন। এজন্য তিনি পুলিশের দায়েরী মামলার আসামী হন।