জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ আদালত পাড়ায় অর্ধ লাখ টাকার মাদক বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আদালত পাড়ায় প্রকাশ্যে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারে উপস্থিতিতে ৭৮ বোতল ভারতীয় নিষিদ্ধ হুইস্কি,অফিসার চয়েজ মদ বিনষ্ট করা হয়। এসময় আদালত কে সহযোগিতা করেন সদর কোর্টের সি এস আই ছবিদুর রহমান। উল্লেখ্য সম্প্রতি মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তেলিয়া পাড়া সুরমা চা বাগান থেকে উল্লেখিত মাদক সহ ব্যবসায়িকে আটক করে।