নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় তরফ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলা সাহিত্যের কিংবদন্তীর ইতিহাসবিদ, সদল্য প্রয়াত তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ সাহেবের মৃত্যুতে শায়েস্তাগঞ্জ হোসাইনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। তরফ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমির সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান।
বক্তারা বলেন, সৈয়দ আব্দুল্লাহ বাংলা সাহিত্যের কিংবদন্তীর ইতিহাসবিদ, তরফ গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, তার সাহিত্য ও সৃষ্টি বহুকাল অমর হয়ে থাকবে।
আলোচকবৃন্দ সৈয়দ আব্দুল্লাহ সাহিত্য কর্মের উপর স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণ করেন । একই সাথে তাঁর জীবন ও কর্মের উপরে নানান দিক তুলে ধরা হয় ।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মশিউর রহমান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, সৈয়দ আলী হামজা, হাকিম আশেক বিল্লাহ নুমানী , শাহ আহমদ আলী, শেখ সাদী,মাওলানা নুরুল আমিন, সৈয়দ শাহ দারাজ, শাহ মনসুর আহমদ, মোহাম্মদ মুতাহির চৌধুরী, মোঃ খলিলুর রহমান, এস এম তাহের খান, কাজী মোঃ আব্দুল হক, সৈয়দ মশিরুল হোসাইন, গোলাম মোস্তফা খান, কবি আলাউদ্দিন খান, সৈয়দ আজহারুল ইসলাম, একে এম মুসাব্বির চৌধুরী, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, মোঃ আব্দুল হালিম, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এমএ ওয়াহিদ, এস এম শওকত আলী, মোঃ আলাউদ্দিন তালুকদার, সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন শাহ, সৈয়দ মাজহারুল ইসলাম, মুজাহিদ আহমদ প্রমুখ।