স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের মাধবপুরে র্যাবের অভিযানে গণধর্ষণ মামলার আসামী এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য কালিকাপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী নুর উদ্দিন নুরধন উপজেলার রাধাপুর গ্রামের মৃত সবুর হোসেনের পুত্র।
র্যাব জানায়, সে গণধর্ষন মামলার এজাহার নামীয় একজন পলাতক আসামী। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল। এছাড়াও এ মামলায় আরো কয়েক আসামীকে গ্রেপ্তার করা
হয়েছে।
লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ্-আল্-নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকালই তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন পুর্বে চট্রগ্রামের তরুণীকে মাধবপুরে এনে ঘরে আটকে রেখে গণধর্ষণ করে একদল বখাটে। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় ভোক্তভূগী ওই তরুণী নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করে।