মীর দুলাল :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা বাগানে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসনের অভিযানে এক ব্যাক্তি কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার ৭ এপ্রিল দুপুর ১২.৩০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের বেগমখান চা বাগান হতে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার ৩নং দেওয়র গাছ ইউনিয়নের দক্ষিণ দেওয়র গাছ গ্রামের মোঃ আব্দুল সালামের ছেলে মোঃ মাসুম মিয়া কে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
অর্থদন্ডের বিষয় টির সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল।
তিনি জানান অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়েছে।অন্য দিয়ে সরকার হাড়াচ্ছে রাজস্ব। তাই অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি দিন অভিযান অব্যাহত রয়েছে।
সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।