স্টাফ রিপোর্টা ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার নথি বিচারের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা মামলার অভিযোগ আমলে নিয়ে নথিটি বিচারের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। মামলার পরবর্তী তারিখ আগামী ২১ জুন নির্ধারণ করা হয়েছে। বাদি পক্ষের আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু মামলার নথি স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। উলেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। এ মামলায় বর্তমানে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছসহ ১০ জন আসামি বিভিন্ন কারাগারে রয়েছেন।