শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ট্রাক্টর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরী সভায় ২০ ডিসেম্বর পর্যন্ত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এস আর হোটেলের সামনে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল মিয়া মেম্বার।
সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল মিয়া মেম্বারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রফিক মিয়া, আব্দুস সহিদ, হেলাল আহমেদ চিশতী, সামাদ মিয়া মেম্বার, আব্দুর রহমান, সত্য গোপাল দাশ চৌধুরী, আজগর মিয়া প্রমুখ।
সভায় বক্তারা সরকারদলীয় নেতৃবৃন্দের আশ্বাসে সকল ট্রাক্টর মালিক ও শ্রমিকগণ আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ জেলায় সকল কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন।