জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে খলিল মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক খলিল হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের কাজল মিয়ার পুত্র। পুলিশ জানায়, সোমবার (১ জুন) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ১১নং মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রাম থেকে তাকে আটক করেন।
পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে বানিয়াচং থানায় মানবপাচারের মামলা রয়েছে। এতদিন সে আত্বগোপনে ছিল।