নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া বাজারে অনুমিত ব্যতিরেকে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার উল্লেখিত ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের কতিপয় লোক গুমগুমিয়া বাজারে অবৈধ স্থাপনা নির্মান করে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিল।
খবর পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় নবীগঞ্জ থানার এস.আই নাঈম আহমেদ ও সুচরিত দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করে।