এটিএম সালাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)
হবিগঞ্জের নবীগঞ্জে মাদক ব্যবসা, সন্ত্রাসী ও চোর,ডাকাত সহ অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে থানা পুলিশ। নবাগত অফিসার ইনর্চাজ যোগদানের পর পরই ইতিমধ্যে অপরাধী চক্র, প্রায় ২০ বছর আত্মগোপনে থাকা স্ত্রী হত্যায় সাজাপ্রাপ্ত আসামী, মাদক সেবী, বিক্রেতাসহ একাধিক দাগী আসামী পুলিশের হাতে ধরা পড়েছে । এরমধ্যে ৭ জন মাদক স¤্রাটকে গ্রেফতার নিয়মিত মামলা ও বিপুল পরিমান মাদক উদ্ধার করেছেন। প্রায় ১০ জন মাদক সেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। পুলিশের এই কঠোর অবস্থান ও তৎপরতার কারণে উপজেলার সদর সহ বিভিন্ন ইউনিয়নের অপরাধীদের দৌরাত্ব, মাদক সেবন ও বিক্রি¡ এখন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। কমে এসেছে অনেক মিথ্যা মামলা। অব্যাহত রয়েছে মাদক ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান। থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের বলিষ্ট ভুমিকার কারণেই এটি সম্ভব হয়েছে বলে দাবী করেছেন নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মহল । থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন দীর্ঘ দিনের জঞ্জালপূর্ণ নবীগঞ্জকে মাদক মুক্ত ও জনবাস্তব একটি থানা হিসেবে গড়তে সবার সহযোগিতা কামনা করেছেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন এর কাজের দক্ষতা ও দিক নির্দেশনায় যোগদানের স্বল্প দিনেই প্রশংসিত হয়েছেন উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের কাছে। এ ব্যাপারে অফিসার ইর্নচাজ আব্দুল বাতেন খাঁন, পুলিশের নাম ভাঙ্গিয়ে কেউ মাদক ব্যবসা, জুয়া বা সমাজ বিরোধী কর্যকলাপ করলে তাদেরকে আটক করে থানায় খবর দেয়ার জন্যও জনসাধারণের প্রতি অনুরুধ করেন। তিনি বলেন, কোন অপরাধী, মাদক সেবী বা মাদক ব্যবসায়ী এবং সমাজ বিরোধীদের সাথে আপোষ করবো না। পাশাপাশি নিরাপরাধ লোককে মিথ্যা মামলায় হয়রানী করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, মোঃ আব্দুল বাতেন খাঁন গত ১১ মে অফিসার ইর্নচাজ হিসেবে নবীগঞ্জ থানায় যোগদান করেছেন। ইতিমধ্যে তিনি ঢাকা ও চট্রগ্রাম মেট্রোপালিটন পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালন কালে আইজি পদকে ভুষিত হয়েছে।