স্টাফ রিপোর্টার :
বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এস আই সন্তোষ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ আহমদ, ইউপি সদস্য মোঃ সরাজ মিয়া, আব্দুস ছালাম, মোঃ জাহাঙ্গির মিয়া, ইশতিয়াক হোসেন লেমন, লালু মিয়া, বাবলু মিয়া, মোঃ কামাল মিয়া, সংরক্ষিত সদস্য হেনা আক্তার দিনা প্রমুখ।
সভায় বিগত মাসের আইন শৃঙ্খলা কমিটির অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া গরু চুরি ও সিদেল চুরিসহ মাদক নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সবার প্রতি আহবান জানানো হয়।