মোঃ আবদুল হক রেনু,শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জে বর্ণিল আয়োজনে বিশ্ব নাট্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৭মার্চ বিকেল ৫টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শায়েস্তাগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাপ্ত হয়।র্যালীতে অংশ গ্রহনকারী সংগঠন গুলো হল, হবিগঞ্জ জীবন সংকেত নাট্য গোষ্ঠি, হবিগঞ্জ খোয়াই থিয়েটার, শায়েস্তাগঞ্জ দেশ নাট্য গোষ্ঠি,শায়েস্তাগঞ্জ থিয়েটার,শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটার ও শায়েস্তাগঞ্জ সুতাং থিয়েটার ও বৈশাখী থিয়েটার।
এ ছাড়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথী ও স্থানীয় সুধীজনেরা অংশ নেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,নাট্য ব্যক্তিত্ব ও দেশ নাট্য গোষ্ঠির সভাপতি এ্যাড:হুমায়ুন কবীর সৈকত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য অনুরুদ্ধ কুমার ধর শান্তনু।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ জালাল উদ্দিন রুমি,নাট্য ব্যক্তিত্ব সহকারি অধ্যাপক নাছরিন হক,বাবুল মল্লিক,জিতু আহমেদ মাখন,হারুনুর রশিদ হারুন সাই, সাংবাদিক আবদুল হক রেনু , প্রভাষক তাপস পাল, প্রভাষক মুক্তাদির সোহেল,রায়হান আহমেদ,আব্দুল মালেক প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভার শুরুতেই জাতীয় ও আন্তর্জাতিক বাণী পাঠ করা হয়। জাতীয় বাণীটি লিখেছেন আতাউর রহমান ও আন্তজার্তিক বাণীটি লিখেছেন আমেরিকার বিশিষ্ঠ নাট্যজন পিঠার সেলার্স।