চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলােচনা সভা ও মিলাদ মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মােহাম্মদ জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মােঃ জামাল হােসেন লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এডঃ মােহাম্মদ তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ইমান আলী, সার্জেন্ট (অবঃ) মোঃ ছায়েদ মিয়া তালুকদার, আমীর হোসেন চৌধুরী, যুগ্ন-সম্পাদক মনিরুজ্জামান তাহের, মোঃ আব্দুল হাই প্রিন্স, মোঃ হুমায়ুন কবির চৌধুরী, মোঃ মামুন মিয়া তালুকদার, প্রচার সম্পাদক শংকর শীল, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, যুবলীগ নেতা মোঃ হালিমুর রশীদ কাজল, ফুল মিয়া তালুকদার, পৌর শ্রমিকলীগের সভাপতি আমীর হোসেন, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, শেখ মোঃ হারুনুর রশীদ প্রমূখ।