মোতাব্বির হোসেন কাজল,বানিয়াচং থেকে ফিরে :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হিয়ালা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
শনিবার (২৬ শে মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে এবং মীরা রানী সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিয়ালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ইসহাক আহমদ, রহিমা খাতুন চৌধুরী, নাছিমা আক্তার এবং মানিক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান, আঃ রশীদ, বেবী রানী পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে আরম্ভ হয়।
প্রধান অতিথির বক্তৃতায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন,২৬ শে মার্চ বাঙালীর জীবনে একটি ঐতিহাসিক দিন। এই দিনটি ভুলবার মত নয়। সঠিক ইতিহাস জেনে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।