সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ থেকে॥ হবিগঞ্জ চুনারু ঘাটে মুড়ার বন্দ দরগাহ শরীফে সিপাহ সালার( মাদানী) হযরত সৈয়দ শাহ নাছির উদ্দিন (রঃ) হাফিজিয়া মাদ্রাসার ৭ জন কোরআনে হাফেজ ছাত্রকে পাগড়ী পড়িয়ে দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার বিকেলে প্রতি বছরের ন্যায় এবার ও মাদ্রাসা প্রাঙ্গনে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম হাফেজ মাওঃ নিয়ামত আলী র পরিচালনায় মাদ্রাসার সভাপতি ও মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী পীর জাদা আলহাজ¦ সৈয়দ সফিক আহমেদ চিশতী শফি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আলীম উল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মুফতী মাওঃ আব্দুল মোমিন আল আবেদী,মাদ্রাসার প্রতিষ্টাতা আল হাজ¦ সাইফুর রহমান চৌধুরী শাফী।এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সভাপতি খাদেম কবির আহমেদ চিশতী , সিনিয়র খাদেম সৈয়দ মানিক শাহ চিশতী,মাওঃ উবায়দুর রহমান, খাদেম মোঃ ইউনুছ চিশতী , যুবরাজ আহমেদ চিশতী খাদেম এম মোজাম্মিল আহমেদ চৌধুরী হামিদ প্রমুখ ।উল্লেখ্য যে, ২০০৪ সালে এ হাফিজিয়া মাদ্রাসাটি প্রতিষ্টিত হওয়ার পর এ পর্যন্ত ২১ জন ছাত্র কোরআনে হাফিজ হয়েছে। ছাত্রদের থাকা খাওয়া সহ সার্বিক দেখাশুনা করে থাকে মোতাওয়াল্লী ও কমিটি নেতৃবৃন্দ।