বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ মার্চ সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ফারুক আমীন, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,অফিসার ইনচার্য মোঃ এমরান হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়,সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক প্রমূখ।