বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ফোন চুরির দায়ে দুই নারীকে আটক করেছে জনতা। আটক নারীদ্বয় বাড়ি ভৈরবে জানালেও কতিপয় ব্যক্তি জানান তাদের প্রকৃত বাড়ি নাছিরনগর উপজেলার ধরমন্ডলে। তারা বাহুবলের মিরপুরে ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্টানসহ জনসমাগম স্থানে কৌশলে চুরি-ছিনতাইয়ে সক্রিয়।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে বাহুবল বাজারের কাপড় মামুন মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় লোকজনের ভীড়ে ওই ব্যবসায়ীর পকেট থেকে মোবাইল ফোন চুরি করে দুই নারী। এসময় লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে। লোকজনের জিজ্ঞাসাবাদে আটক নারীদ্বয় একেক বার একেক তথ্য দেয়।
তারা তাদের বাড়ি ভৈরব বলে জানায় এবং একজনের নাম মর্জিনা ও অপরজনের নাম ফিরোজা বেগম বলে জানায়। তবে উপস্থিত কয়েক ব্যক্তি জানান তাদের প্রকৃত বাড়ি নাছিরনগরের ধরমন্ডলে। তারা মিরপুরে ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন স্থানে চুরি ছিনতাই করে বেড়াচ্ছে।
পরে মোবাইল মালিক ও তার লোকজন এ দুই নারীকে তাদের হেফাজতে নিয়ে যান।