নিজস্ব প্রতিবেদক :
জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শিব্বির আহমদ আরজু। গতকাল মঙ্গলবার পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এ নিয়োগ প্রদান করেন।
শিব্বির আহমদ আরজু দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি দৈনিক বাংলা বাজার পত্রিকা ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। সংবাদের পাশাপাশি সাহিত্য, ক্রীড়া ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। পেশাগত দায়িত্ব পালনে উপজেলায় কর্মরত সংবাদকর্মীসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।