এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জনগণের মাঝে ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ মার্চ)সকালে ৯নং রানীগাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন)শৈলেন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান, অফিসার ইন চার্জ আলী আশরাফ,৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের জনগণের মাঝে ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে উপজেলার রাণীগাও ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।এসময় সরকারি বিধি নিষেধ মেনে টিসিবি পন্য গ্রহন করার পরামর্শ দেন অতিথি গন। এছাড়াও গনতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।