নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রাম ও ইনাতগঞ্জে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এক দিনের ব্যবধানে দু’টি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় স্থানীয় জনসাধারনের মধ্যে অজানা আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের আলোচিত একটি গ্রামের নাম হচ্ছে কসবা। বিগত প্রায় ৭/৮ বছর পূর্বে ঐ গ্রামবাসীর মধ্য নানান বিষয়াদী নিয়ে বিরোধের সৃস্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে কয়েক হাজার লোক দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা, নারী নির্যাতন, বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে অনেকেই পঙ্গুত্ত সহ সর্বশেষ ৫টি হত্যাকান্ডের মধ্য দিয়ে উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনসহ সর্বস্তরের মানুষের মধ্যস্থ্যতায় গ্রামে শান্তি ফিরে আসে।
কিন্তু ইদানিং আবারও গ্রামে সংঘর্ষের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
শুক্রবার রাত ৮ টায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কসবা গ্রামের ময়ুর হোসেন ও মাহমুদ আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২ ঘন্টা ব্যাপী উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন। এতে গুরুতর আহত লিটন মিয়া (৩৮) ও রাশাহিদ মিয়া (৩২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অন্যান্য আহত ছেরাগ আলী(২৭), ছাদ্দিক মিয়া(৪৫), সাহিবুর রহমান(৩৮), মনসুর আহমেদ (২৮), তছলিম মিয়া (২৬), আহাদ মিয়া( (৪৮), ফয়েজ আহমেদ(৫০), ইমরান মিয়া(২৩) ও দিলবার হোসেনকে (৪০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
অপরদিকে আজ শনিবার ( ১৯ মার্চ) বেলা ১২টার দিকে ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে আনছার উদ্দিনের নেতৃত্বে মালু মিয়ার বাড়িতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী পুরুষসহ উভয় পক্ষের অন্তঃত ১০ জন আহত হয়েছেন। আহতরা মধ্যে মালু মিয়া(৫২), সুবায়েল মিয়া(৩০), রিপন(২২), মহিমা বেগম(৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহত মামুন আহমেদ(২৮) ও রুহেল মিয়াকে(২৫) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।