মুফতি আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ
আজ দিবাগত রাতে পবিত্র শবেবরাত। যেই রাতটিকে বরকতময়, মঙ্গলময় অথবা ভাগ্যরজনী বলেও কুরআন-হাদীসে উল্লেখ করা হয়েছে। এই রজনী সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআন শরীফের সূরা দোখানে ঘোষণা করেছেন- তাতে বন্টন করে দেয়া হয় প্রত্যেক হেকমতময় কাজ। হযরত ইকরামা রাদ্বিআল্লাহু আনহু সহ একদল সাহাবায়ে কেরামগণের অভিমত হলো, যে রজনীকে আল্লাহ লাইলাতুম মোবারাকা বলেছেন এর দ্বারা শবে-বরাতের রাতই উদ্দেশ্যে যা বর্তমান পৃথিবীর অধিকাংশ তাফসিরকারকদের অভিমত। এছাড়া হাদিসে পাকে হযরত আলী রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত আসে তখন তোমরা রাত জেগে এবাদত কর এবং দিনের বেলায় রোজা রাখ, কারণ এ রাতের সূচনাতেই মহান আল্লাহ দুনিয়াবাসীর প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং বলেন কে আছ পাপী? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে, আছ অসুস্থ? আমি সুস্থতা দান করব, কে আছ, রিযিক অন্নেষণকারি? আমার কাছে চাও আমি রিযিক দান করব। এভাবে ফজর পর্যন্ত মহান আল্লাহ, বান্দাদেরকে আহবান করতে থাকেন, এভাবে উক্ত রজনীর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বহু হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাই সকল মুসলমান নর-নারীর উচিত শবে-ই-বরাত রজনীতে বিনীদ্র যাপন করে খাঁটি অন্তরে তওবা-ইস্তেগফার করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, যিকির-আজকার, দুরুদ শরীফ পাঠ, তাহাজ্জুদ নামাজসহ নফল বন্দেগীর মাধ্যমে উক্ত রাতকে অতিবাহিত করা এবং দিনের বেলা নফল রোজা রাখা। অপর একটি হাদিসে রাসুল (সাঃ) বলেছেন, শবে-বরাত রজনীতে মহান আল্লাহ তিনশত রূহমতের দরজা খুলে দেন। যারা মুশরিক, গণক, জ্বিনাখোর, সুদখোর, এ সকল পাপে অভ্যস্ত ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ ক্ষমা করে দেন।
প্রিয় পাঠক, মুসলিম সমাজে আবহমানকাল থেকে প্রচলিত এবং মুসলিম সমাজে প্রতিষ্ঠিত এইসব বকরতময় রজনী সমূহে ইবাদত-বন্দেগী, দান-সদ্কা, ওয়াজ-নছিহত, গরিব মিসকিনদেরকে আহার করানোর মত পূণ্যময় কাজগুলোকে একটি বিশেষ মহল হারাম, বিদআত, শিরক, ফতোয়া দিয়ে মুসলিম সমাজকে প্রতিনিয়ত বিভ্রান্ত করে যাচ্ছে। এদের অপপ্রচার ও বিভ্রান্তি থেকে সতর্ক থেকে আসুন, তাকওয়া ভিত্তিক, সমাজ গঠনে এবং আল্লাহ ও রাসুল (সাঃ) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শবে-বরাতের রজনীতে শরীয়তের বৈধ নিয়মে উত্তম আমল দ্বারা সন্তান-সন্তুতি, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ আমরা সবাই যেন, অতিবাহিত করতে পারি। এ রাতে হবিগঞ্জ শহরের সব মসজিদে শবেবরাত রজনীর তাৎপর্য, ফজিলত, করণীয় ও বর্জনীয় সম্পর্কে মসজিদের ইমাম ও সম্মানিত খতিববৃন্দ বক্তব্য পেশ করবেন এবং জীবিত ও মৃত, দেশ এবং জাতির সার্বিক কল্যাণ কামনা করে মিলাদ শরীফ পড়ে দোয়া করবেন। যার যার মহল্লার মসজিদে যেন আমরা শরীক হই। এছাড়া শহরের শায়েস্তানগর গাউছিয়া জামে মসজিদে প্রতি বছরের মত এ বছরও রাত ১২.৩০ মিনিট থেকে কুরআন তেলাওয়াত, নাতে রাসুল, তওবা, বয়ান, জিকির, তাহাজ্জুদের নামাজ, মিলাদ, কিয়াম শেষে রাত ২.৪৫ মিনিটে সমাপনী মোনাজাত করা হবে। হবিগঞ্জ আহছানিয়া মিশনে বাদ মাগরিব থেকে ওয়াজ, তাছবীহ-তাহলিল, নাতে রাসুল পাঠ, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে সকলকে শরীক হওয়ার জন্য হবিগঞ্জ আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহছান বিনীতভাবে অনুরোধ করেছেন।
খতিব, শায়েস্তানগর গাউছিয়া জামে মসজিদ ও আমির সুন্নীয়াত সংরক্ষণ পরিষদ, হবিগঞ্জ।