স্টাফ রিপোর্টার ॥
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোরী-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বানিয়াচং উপজেলা ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছ।
গতকাল দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
সভায় কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে এই কার্যক্রমকে আরও বেগমান করার আহ্বান জানান। বক্তারা বলেন, কিশোরী-কিশোরী ক্লাব বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী উদ্যোগ।
এই প্রকল্পের মাধ্যমে তৃণমৃলের শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, ইভটিজিং সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে ও ভবিষ্যত সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করবে। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে তাদের প্রতিভা বিকশিত করতে পারবে।
সভায় উপজেলায় কর্মকর্তা জিপি মোঃ কাউছার আহমেদ, হেপী আক্তার, শিক্ষক মোশাহিদ মিয়া, মুজাহিদ মিয়া, প্রদীপ দাস ছাড়াও শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।