বিশ্বনাথ প্রতিনিধি : প্রতি বছরের মত এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে বিশ্বনাথের খাজাঞ্চী একাডেমী। এবারের এসএসসি পরীক্ষায় একাডেমী থেকে ৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে ২টি এ গ্রেড, ২টি এ মাইনাস ও ৪টি বি গ্রেড পেয়ে সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
বিশ্বনাথের পল্লীতে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি প্রতিবছর ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের এই কৃতিত্বপূর্ন ফলাফলে প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন শাহিন মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন, বিদ্যালয়ের এই কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনের পেছনে রয়েছে ম্যানেজিং কমিটি,
অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্ঠা, নিঃস্বার্থ ও নিরলস পরিশ্রমের ফসল।