স্টাফ রিপোর্টার :
এখন আর গ্রামে-গঞ্জে নয়। হবিগঞ্জ শহরেই আয়োজন হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। আধুনিক স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় বিভিন্ন স্থানের বিখ্যাত ১৫টি ঘোড়া অংশ নেয়া নিশ্চিত করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিবস উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৭ মার্চ বিকেল ৪টায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা হবিগঞ্জে অনেক জনপ্রিয়। চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন হলেও হবিগঞ্জ শহরের দর্শকরা সুযোগ পায়নি সরাসরি এই প্রতিযোগিতা দেখার।
জাতির পিতার জন্মদিবসের কর্মসূচির সাথে আমরা এই প্রতিযোগিতার সংযোজন করেছি। ইতোমধ্যে দর্শকদের মাঝে এই প্রতিযোগিতা নিয়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। আমাদের ইচ্ছা রয়েছে এই প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করার । পাশাপাশি গ্রামীণ বিভিন্ন খেলাধুলাকে জনপ্রিয় করার পাশাপাশি অন্যান্য খেলাধুলাও নিয়মিত আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।