বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটলেও ট্রাক্টর চালক আজিজুল ইসলাম (২৫) কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ৮মার্চ সকাল ৮টার দিকে উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এর ফলে মহা সড়কের উভয় পাশে যানবাহন আটকে যাত্রী সাধারণ দূর্যোগের শিকার হন।
জানা যায়, মঙ্গলবার ৮ মার্চ সকাল ৮ টার দিকে সিলেট থেকে পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট-২০- ৩৪০৫) ঢাকা থেকে সিলেটগামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকামেট্রো- উ-১১- ৫৩০২) মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং একটি ট্রাক সড়কে উল্টে যায়। এসময় স্থানীয় একটি ট্রাক্টরও ট্রাকের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ট্রাক্টর চালক আজিজুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার বাড়ি বাহুবল উপজেলার হরিতলা গ্রামে। সে ওই গ্রামের আব্দুল গফুরের পুত্র।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে দীর্ঘ এক ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।