চুনারঘাট প্রতিনিধিঃ- চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ গেড়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আঃরশিদ জমাদারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুবদল নেতা লিটন জমাদার।
এতে প্রধান অথিতি ইউপি চেয়ারম্যান হাজী আবেদ হাসনাত চৌধুরী সনজু ছাড়াও শতাধিক মা ও অভিবাবকের সামনে বক্তব্য রাখেন, আমুরোড বাজার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান আজাদ, শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক আরজু, ইকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস মিয়া আকমাল, গাদীশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুক মিয়া,গেড়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমগীর, ওয়ার্ড মেম্বার লিটন মিয়া, ইউপি ছাত্রলীগ সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম বাছির প্রমূখ।উপস্থিতিদের মধ্যে,বিশিষ্ট মুরুব্বী ও দাতা সদস্য রাজা মিয়া জমাদার,তারা মিয়া জমাদার,আউয়াল মিয়া জমাদার, আঃ জাহির, কালাম জমাদার,.কাপ্তান জমাদার,মানব কল্যান সংঘের সদস্য তারেক লিকসন ও সেলিম আহমেদ ,বিদ্যালয়ের সহকারি শিক্ষক আইয়ুব আলী,সুলতানা বেগম,রোনা আক্তার প্রমূখ।
সমাবেসে বক্তারা,মা ও অভিবাবকদের বিভিন্ন পরামর্শ ছাড়াও স্কুলের মাঠ,এলাকার বিদ্যুতায়ন,মসজিদ সংস্কার সহ এলাকার নানাবিদ সমস্যা ও একজন খন্ডকালীন শিক্ষক প্রদানের দাবী উত্তাপন করেন। প্রধান অথিতি তাঁর বক্তব্য কালে,সন্তানকে শিক্ষিত ও সুনাগরিগ হিসেবে গড়ে তোলতে মায়েদের ভুমিকা উল্লেখ করেন।
এবং সপ্তাহে কমপক্ষে একদিন হলেও বিদ্যালয়ে এসে সন্তানের খুঁজ নিতে অভিবাবকদের অনুরোধ জানান।আগামী রমজান শেষেই খন্ডকালিন শিক্ষক নিয়োগ নিশ্চিত করা সহ সময় সাপেক্ষে সকল দাবীদবা পুরণ করার আশ্বাস দেন।