রায়হান আহমেদ :
চুনারুঘাটের আদর্শ উচ্চ বিদ্যালয়, শ্রীকুটার সিনিয়র শিক্ষক বাবু সমীরণ চক্রবর্ত্তীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের রুমে অত্র স্কুলের ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অবসরজনিত বিদায় উপলক্ষে উনাকে এ সংবর্ধনা দেয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক তরফদার মাসুম। ২০০৮ ব্যাচের শিক্ষার্থী আশিষ দেবের পরিচালনায় মানপত্র পাঠ করেন, ব্যাচের শিক্ষার্থী ডেন্টিস্ট এসএম আলমগীর রোয়েল।
বক্তব্য রাখেন- স্কুলের সহকারী শিক্ষক ইমামুল মজিদ জালাল, জাকির হোসেন, আসাদ উল্লাহ, মোক্তাদির হোসেন, রিপন চন্দ্র দেব প্রমুখ।
বিদায়ী শিক্ষক সমীরণ চক্রবর্ত্তী এ স্কুলে শিক্ষকতা শুরু করেন ১৯৯০ সালে। দীর্ঘ ৩২ বছর ধরে সততার সাথে এ স্কুলে শিক্ষকতা করে এসেছেন তিনি। উনার বিদায়ে অনুষ্ঠানে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, অবসরে গেলেও সমীরণ চক্রবর্ত্তীকে আপাতত বিদায় দেবেন না তারা। অতিরিক্ত দায়িত্ব দিয়ে শিক্ষক হিসেবে উনাকে এ স্কুলে রেখে দেবেন।