স্টাফ রিপোর্টার :
বাহুবলে মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক শেখ রাসেল নকআউট ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য।
এতে তিনি বলেন, হবিগঞ্জের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করেছি। বাহুবলসহ জেলার সকল উপজেলা এই উন্নয়নের অংশীদার।
এ ছাড়া শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলা সদরের সকল উন্নয়ন-অগ্রগতির উপকার ভোগ করছেন পুরো জেলার মানুষ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদ, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।