আব্দুর রাজ্জাক রাজুঃ
হবিগঞ্জের চুনারুঘাটের বাসুল্লা গ্রামে লেবু বাগানে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুতায়ীত হয়ে পারভেজ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পারভেজ মিয়া বাসুল্লা গ্রামের মৃত আবুল হোসেনের পূত্র।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় নবীউর রহমানের লেবু বাগানে বৈদ্যুতিক কাজ করতে যান পারভেজ মিয়া। কাজের মধ্যে অসাবধানতাবশত বিদ্যুতায়ীত হয়ে মারা যান। পরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।