বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা অলংকারি ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে আয় ৪৩ লক্ষ ১৫ হাজার ৮শত ২৯টাকা এবং ব্যয় ৪২ লক্ষ ৬০ হাজার ৩শত টাকা দেখানো হয়েছে। উদ্বুাত্ত ৫৫ হাজার ৫শত ২৯টাকা রাখা হয়েছে।
রোববার বেলা ১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট পেশ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.লিলু মিয়া।
ইউনিয়ন পরিষদের সচিব সাবুল মিয়া ও উদ্যোক্তা সুরমান আলীর পরিচালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন, ইউপি সদস্য হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন দেলাওয়াত করেন মাওলানা হাফিজ সুহেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রফিক মিয়া, আ.ছ.ম নূরুল ইসলাম, আলতাব আলী, মর্তুজ আলী, রফিকুল ইসলাম, আবদুর রব, হিরণ মিয়া, মহিলা সদস্য আছমা বেগম, জোছনা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য জামাল মিয়া প্রমূখ।