দিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকে:
মুজিব বর্ষের অংগীকার, রক্ষা করবো ভোটাধিকার এই প্রতিপাদ্য নিয়ে চতুর্থবারের মত পালিত জাতীয় ভোটার দিবস ২০২২।
সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলায় ও উদযাপন করা জাতীয় ভোটার দিবস ।
এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার ২ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নূরুল একরাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলি সরকার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা নুপুর রাণী মহন্ত,
বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,
মহিউদ্দিন আগাখান,সাংবাদিক আতাউর রহমান,তাপস হোম,নূরুল ইসলাম, নাঈমা সুলতানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, আমাদের দেশের নির্বাচন ব্যাবস্থা এখনো যথেষ্ট ভালো আছে।
এর প্রমাণ আমরা বানিয়াচংয়ের ১৪ টি ইউনিয়নের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে প্রমাণ করতে পেরেছি।