চুনারুঘাট প্রতিনিধি :
“মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার” এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাটে ৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২ পালন করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন চুনারুঘাট উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বুধবার সকালে এ আলোচনা সভার আয়োজন করা।
আলোচনা সভায় চুনারুঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার দিপক কুমার রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, উপজেলা সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, সমবায় অফিসার জিল্লুর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী প্রনয় পাল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অনেকে।