রায়হান আহমেদ :
চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি অজগর সাপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ওই উদ্যানের ভেতরে সাপটি অবমুক্ত করেন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।
এর আগে ওই দিন দুপুরে উপজেলার সুরমা চা বাগানের ২০নাম্বার লাইন থেকে সাপটি উদ্ধার করেন, সাতছড়ি জাতীয় উদ্যানের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ বন বিভাগের একটি টীম।
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, অজগর সাপের বাচ্চাটি ৪-৫ মাসের হবে। বন্যপ্রাণীদের লোকালয়ে দেখলে তাদের মারা দণ্ডনীয় অপরাধ। তাই বন বিভাগের লোকজনদের খবর দিলে, তারাই নিজ দায়িত্বে উদ্ধার করে বনে অবমুক্ত করে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন- সাতছড়ির ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিট অফিসার রুকন উদ্দিন, সাংবাদিক মামুন চৌধুরী, আব্দুর রাজ্জাক রাজু, খন্দকার আলাউদ্দিন সহ আরো অনেকে।