নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করছে র্যাব ৯।
মঙ্গলবার (১ মার্চ) উপজেলার অলিপুরে গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়।
এ সময় মোঃ তরিকুল ইসলাম সাগর (২৪) কে গ্রেফতার করে র্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প। গ্রেফতারকৃত সাগর বাগেরহাটের ফটিকহাট উপজেলার লালচন্দ্রপুর গ্রামের মোঃ মোস্তফা শেখের ছেলে।
সিলেট র্যাব ৯ সিপিসি -১ এর কমান্ডার ল্যাফটেন্টন নাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে মামলা দায়ের পূর্বক শায়েস্তাগঞ্জ থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।