জালাল উদ্দিন রুমি :
শায়েস্তাগঞ্জ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে, শায়েস্তাগঞ্জ উপজেলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অগ্নিঝরা মার্চের প্রথম দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে শায়েস্তাগঞ্জে উপজেলার ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, গণকবরসহ সেই দিনের সেই যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানানো এবং এখনো জীবন্ত কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই দিনের প্রথম প্রহর শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন যথাক্রমে, বীর মুক্তিযোদ্ধা গৌরব প্রসাদ রায়, মোঃ শফিকুর রহমান, সার্জেন্ট আব্দুল আলী, আব্দুল হামিদ, কাজী গোলাম মোস্তফা, হামিদুল হক চৌধুরী, আকবর আলী ও মুক্তিযোদ্ধার সন্তান ইব্রাহিম খলিল প্রমুখ।