নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর শহরের গয়াহরি গ্রামের মৃত ঝাড়– চন্দ্র দাশের কিশোরী কন্যা সুচন্দা রানী দাশ গত বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিক রাখু শিকারী পালের হাত ধরে অজানার উদ্দেশ্যে ফাড়ি দিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, পৌর শহরের গয়াহরি গ্রামের কিশোরী সুচন্দা দাশ (১৪)’র সাথে শহরের শিবপাশা এলাকার মৃত লাল মোহন শিকারী পালের ছেলে রাখু শিকারী পালের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার গভীর রাতে উক্ত প্রেমিক যোগল অজানার উদ্দেশ্যে ফাড়িঁ জমায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে আলোড়ন সৃষ্টি হয়েছে।