স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
গত শনিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন কোর্ট-এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়। জাকজমকপূর্ণ খেলায় বিজয়ী হয় পুলিশ লাইন্স-২ (জেলা পুলিশ স্পেশাল টীম) ও রানার্সআপ হয় পুলিশ লাইন্স-১ দল।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার এস এম মুরাদ আলি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী মিসেস তাহেরা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, মাধবপুর সার্কেল অফিসার মহসীন আল মুরাদ, বাহুবল সার্কেল অফিসার আবুল খয়েরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ।