এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
চমকে যাওয়ার মতো সত্যি:ক্যান্সার আক্রান্ত মৃত্যুঞ্জয়ী জবা’র বিয়ে সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ই ফেব্রুয়ারি)ঘটনাটি ঘটে উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড উত্তর আমকান্দি আ/এলাকায় নিজ বাড়িতে।
জানা যায়, ক্যান্সার আক্রান্ত জবাকে জেনে শুনেই বিয়ে করলো মানবিক যুবক চুনারুঘাটের পারকুল গ্রামের ওমান প্রবাসী ইসমাইল সাহরাজ আজ থেকে জবা পেল নতুন অভিভাবক।
সকলের জ্ঞাতার্থে জানানো,দীর্ঘদিন এই ক্যান্সার আক্রান্ত জবা বাবা মায়ের মতো পাশে ছিলেন এডভোকেট মোস্তাক বাহার ও ডাক্তার ফাতেমা হক দম্পতি। এখন থেকে জবার চিকিৎসা খরচ বহন করবেন তার স্বামী। এই কমিটমেন্ট দিয়েই বিয়ের প্রস্তাব ও বিয়ে দিয়েছেন এই মানবিক দম্পতি। এছাড়াও”জবা’র জন্য ১০০জন” এর দেয়া ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকা থেকে এই দম্পতি জবার চিকিৎসায় খরচ এ পর্যন্ত ২ লক্ষ ১৯ হাজার ৫শত টাকা।
বাকী ৪৯ হাজার ৫শত টাকা জবা আর এডভোকেট মোস্তাক বাহারের নামে সোনালি ব্যাংক চুনারুঘাট শাখায় জমা রয়েছে বলে জানান এই দম্পতি। জবার চিকিৎসা খরচ যদি হঠাৎ বেশি দরকার হয়। তাহলে এই ফান্ড থেকে খরচ হবে।
বিষয়টি জবা, তার স্বামী, শ্বশুর, বাবা, মা, তার আত্মীয় স্বজন,ফ্রি মেডিকেল সেবা দাতা কামরুল ইসলাম অবগত আছেন।তিনি দীর্ঘদিন সেবা ডায়গনস্টিক সেন্টারে জবার বিভিন্ন ধরনের পরীক্ষা ফি ফ্রি করে দিয়েছেন।এছাড়াও সার্বিক সহযোগীতা করেন লন্ডন প্রবাসী মামুন চৌধুরী।
মৃত্যুঞ্জয়ী জবা’র এই নতুন জীবন যাত্রা সকলে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।