শেখ হারুন,চুনারুঘাট থেকে :
গ্রামীণ রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে বোন বন্ডকরণ ও এইচ বিবি করণ প্রকল্পের আওতায় চুনারুঘাট উপজেলার রাণীগাঁওয়ে ১০০০ মিটার দৈর্ঘ্য রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রাণীগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন-এর ঐকান্তিক প্রচেষ্টায় ওই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বঁপ্ন পূরণে শনিবার(২৬ ফেব্রুয়ারী)চুনারুঘাট-সাটিয়াজুরী মেইন রাস্তা থেকে রানীগাঁও ইউনিয়নের আছিপুর গ্রামের লাঙ্গুলিয়ার পাড় পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব মাহবুব আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক,প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন,রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার,আহাম্মদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমূখ।