স্টাফ রিপোর্টার :
বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট হোমিও প্যাথিক চিকিৎসক জালাল উদ্দিন (৬৩) আর নেই। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তাঁর বাড়ি উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশা কান্দি পাড়া গ্রামে।
জানাযার নামাজ শুক্রবার বাদ জুময়া যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান।