স্টাফ রিপোর্টার :
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগী ১০০জন মহিলা অংশগ্রহণ করেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ মাদক জঙ্গিবাদ সন্ত্রাস তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে সরকারে সাফল্যসমূহের উপর আলোচনা করা হয়। এসময় নারীর ক্ষমতায়নে প্রতিটি নারীকে দক্ষতার সাথে নিজেকে গড়ে তোলার আহবান জানানো হয়।
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ নাজমুল হাসান।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকতার্ মাহবুবুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকতার্ পবন চৌধুরী।